• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ সকাল ০৮:৩৫:৪৬ (13-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপে চ্যাম্পিয়ন দিয়াবাড়ি ফুটবল ক্লাব

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে জেলার সাটুরিয়া উপজেলার জিকে স্পোর্টিং ক্লাব মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।ফাইনাল খেলায় দিয়াবাড়ি ফুটবল ক্লাব ও একরাম স্মৃতি সংসদ মুখোমুখি হয়। খেলা দেখতে স্থানীয় জনতা ভিড় জমায় মাঠে। দুই দলের মধ্যে শুরু থেকেই আক্রমণাত্মক খেলা উপভোগ করেন দর্শকরা। রোমাঞ্চকর এ খেলায় নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে দিয়াবাড়ি ফুটবল ক্লাব ০-১ গোলে একরাম স্মৃতি সংসদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অর্থাৎ ট্রাইবেকারে এক গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় দিয়াবাড়ি ফুটবল ক্লাব।খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন প্রধান অতিথি ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা।এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়াপ্রেমী ও সাধারণ দর্শকরা উপস্থিত ছিলেন।আয়োজকরা জানান, এ ধরনের টুর্নামেন্ট প্রতিবছর আয়োজন করলে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং সমাজ থেকে অসামাজিক কর্মকাণ্ড দুরে থাকবে।