• ঢাকা
  • |
  • বুধবার ৩০শে আশ্বিন ১৪৩২ সন্ধ্যা ০৭:০৬:২৩ (15-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

রাঙ্গুনিয়ায় নির্মাণাধীন ভবনের সিঁড়ি থেকে পড়ে মাইক্রোচালকের মৃত্যু

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় নির্মাণাধীন ভবনের সিঁড়ি থেকে পড়ে বাবু কান্তি দে (৩২) নামের এক মাইক্রোচালকের মৃত্যু হয়েছে।১৪ অক্টোবর মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের ইত্যাদি চত্বর সংলগ্ন একটি বহুতল ভবনে এই দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, বাবু ওই ভবনের সিঁড়ি দিয়ে নামার সময় পা ফসকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত বাবু কান্তি দে রাঙ্গুনিয়ার পোমরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কায়দে আজম কালি মন্দির এলাকার বাসিন্দা এবং গোচরা বাজারের ব্যবসায়ী কাজল কান্তি দের ছেলে।