• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ দুপুর ০১:২১:২৫ (13-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

ফকিরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

বাগেরহাট (পশ্চিম) প্রতিনিধি : বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের (অতিরিক্ত দায়িত্বে) দায়ত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনউদ্দিন বলেন দেশের উন্নয়নে একযোগে কাজ করতে হবে, কেউ যাতে শান্তি নষ্ট না করতে পারে সেদিকে সজাগ থাকতে হবে।২ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১২টায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার মানসা পূজামন্ডপ পরিদর্শনকালে এ কথা বলেন।তিনি আরও বলেন প্রশাসন, আইনশৃঙ্খলার পাশাপাশি সাধারন জনগন এক থাকলে কেউ দেশের ক্ষতি করতে পারবে না। এবার শারদীয় দুর্গোৎসব অত্যান্ত সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে। পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি মন্দির কমিটির নেতৃবুন্দদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।এ সময় অন্যদের মধ্যে বাগেরহাট জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান, জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন, সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রাসেদুল ইসলাম রানা, বাগেরহাট ডিবির ওসি মো. শরিফুল ইসলাম, ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর, ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন, মানসা ক্যাম্প ইনচার্জ এসআই অহিদুজ্জামান, মন্দির কমিটির সভাপতি রবীন্দ্রনাথ হালদার বাটুল, সাধারন সম্পাদক বাবলু কুমার আশ, মিলন সেন, শেখর রায়, অজয় চক্রবর্তীসহ বিভিন্ন কর্মকর্তা ও মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।