• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ দুপুর ০১:২১:২৭ (13-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

কুমিল্লায় ১৩১ পূজা মণ্ডপে তারেক রহমানের উপহার

কুমিল্লা প্রতিনিধি : আজ ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শারদীয়া দুর্গোৎসব শুরু হয়েছে। এদিকে পূজা উদযাপন উপলক্ষে কুমিল্লায় ১৩১টি মণ্ডপে তারেক রহমানের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।২৮ সেপ্টেম্বর রোববার সকালে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিনুর রশীদ ইয়াসিন কুমিল্লা নগরীর মনোহরপুর রাজ রাজেশ্বরী কালি মন্দিরে উপহার সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় মন্দিরে আগত সনাতন ধর্মাবলম্বীদের মাঝে নগদ অর্থ ও শাড়ি তুলে দেওয়া হয়।পরে অন্যান্য পূজা মণ্ডপেও চলে উপহার সামগ্রী বিতরণ।সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখার আহ্বান জানিয়ে হাজী ইয়াছিন বলেন, ঈদ ও পূজা আলাদা ধর্মীয় উৎসব হলেও আমাদের এ জনপদে সব ধর্মের মানুষের মাঝে রয়েছে সম্প্রীতির বন্ধন। সে বন্ধন অটুট রাখতে সবাইকে ভূমিকা রাখতে হবে।