• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ সকাল ১১:০০:৫৫ (13-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

লংগদুতে আকস্মিক ঝড়ে নৌকা ডুবে নিহত ২, নিখোঁজ ১

লংগদু (রাঙামাটি প্রতিনিধি) প্রতিনিধি: রাঙামাটির লংগদুতে কাপ্তাই লেকে রাতের বেলায় আকস্মিক ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবির ঘটনায় ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৫ বছর বয়সী এক শিশু এখনো নিখোঁজ রয়েছে।নিখোঁজ শিশু একই ঘটনায় নিহত সালমা বেগমের সন্তান বলে জানা গেছে। দুর্ঘটনায় কবলিত সকলে লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া এফআইডিসি এলাকার বাসিন্দা।৩০ সেপ্টেম্বর মঙ্গলবার দিবাগত রাতে লংগদুর কাপ্তাই হ্রদে এই ঘটনা ঘটে।নিখোঁজ শিশুকে উদ্ধারে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করছে।জানা যায়, গাঁথাছড়া এফআইডিসি এলাকার বাসিন্দা আছির উদ্দীন তার স্ত্রী সন্তান ও তার ছোট ভাইয়ের স্ত্রী সন্তান নিয়ে গুলশাখালীতে বেড়াতে যান। সেখান থেকে ফেরার পথে মঙ্গলবার দিবাগত রাতে হঠাৎ ঝড়ের কবলে পড়ে। এসময় ইঞ্জিন চালিত নৌকাটি বাড়ির কাছাকাছি এসে পানিতে তলিয়ে যায়।ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় দুইজনের মরদেহ ও একজনকে জীবিত উদ্ধার করতে পারলেও ৫ বছর বয়সী শিশুর খোঁজ এখনো মেলেনি। রাঙামাটি থেকে যাওয়া ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে কাজ করছেন। উদ্ধার অভিযানের সাথে রয়েছে লংগদু জোন তেজস্বী বীর।