• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ দুপুর ০১:২৩:২৭ (13-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

পোরশায় পরিযায়ী পাখি রক্ষায় প্রশাসনের সতর্কবার্তা

নওগাঁর প্রতিনিধি: পরিযায়ী বা অতিথি পাখি ধরা, হত্যা, শিকার, ক্রয়-বিক্রয়, পরিবহন, সংরক্ষণ বা ভক্ষণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে পোরশা উপজেলা প্রশাসন। বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী এ ধরনের কাজ শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে।১১ অক্টোবর শনিবার দুপুরে Uno Porsha Naogaon নামক এক ফেসবুক আইডি থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম এক সতর্কতা বিজ্ঞপ্তিতে জানিয়েছেন। এই আইনের অধীনে অপরাধ প্রমাণিত হলে অনধিক ১ বছরের কারাদণ্ড বা ১ লাখ টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। একই অপরাধ বারবার করলে শাস্তি ও জরিমানার পরিমাণ দ্বিগুণ হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম ফেসবুক পোস্টের মাধ্যমে বলেন, “দূরদেশ থেকে আগত পরিযায়ী পাখিরা আমাদের অতিথি। নিজের বাড়িতে আগত অতিথিদের মতোই তাদেরও সাদরে বরণ করুন। পোরশাকে পরিযায়ী পাখিদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলুন-এর মাধ্যমে স্থানীয় পর্যটনও সমৃদ্ধ হবে।”তিনি আরও বলেন, প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় জনগণকে পরিযায়ী পাখি রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে এবং এই বিষয়ে সবাইকে জনস্বার্থে বার্তাটি ছড়িয়ে দেওয়ার অনুরোধ করা হয়েছে।