• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ সকাল ০৮:৩৭:১৩ (13-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

জামায়াতের উদ্যোগে মহানন্দায় নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: জামায়াতে ইসলামী বাংলাদেশ ধাইনগর ইউনিয়ন শাখার উদ্যোগে মহানন্দা নদীতে ঐতিহ্যবাহী বড় নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়েছে।২৮ সেপ্টেম্বর রোববার বিকেলে জামায়াতে ইসলামী ধাইনগর শাখার আয়োজনে নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল পর্ব অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের আমীর মাওলানা ড. কেরামত আলী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক আবু বকর, শিবগঞ্জ উপজেলা নেতা অধ্যাপক আ. মান্নান, ধাইনগর ইউনিয়ন শাখার আমির মো. মোজতাহিদুল ইসলাম-সহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি ড. কেরামত আলী গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে সকলকে স্বচেষ্ট থাকার আহ্বান জানান। আজকের বাইচ প্রতিযোগিতার প্রথম পুরস্কার একটি গরু ও দ্বিতীয় পুরস্কার একটি ছাগল প্রদান করা হয়।প্রথম স্থান অধিকার করে নাককাটি তলার সোহবুল মাঝি এবং দ্বিতীয় হয় একই এলাকার রুবেল মাঝির নৌকা। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি কেরামত আলী।মহানন্দার দুই পারের হাজার হাজার নারী পুরুষ নৌকা বাইচ উপভোগ করতে ভিড় করেন। এসময় এক আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়।