• ঢাকা
  • |
  • শনিবার ৫ই পৌষ ১৪৩২ রাত ০১:৪১:০১ (20-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

​রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল ৩০০ ফিট সড়কে উল্টোপথে আসা দ্রুতগামী প্রাইভেটকার-মোটরসাইকেল-এর মুখোমুখি সংঘর্ষে অমীত দাস বাপ্পি (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনা ঘটেছে। ​এ ঘটনায় ঘাতক প্রাইভেটকারটির চালক জুম্মনকে (৩০) আটক করা হয়েছে।১৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ৮টার দিকে ৩০০ ফিট সড়কের সমুমার্কেট সংলগ্ন ভূঁইয়া বাড়ি ব্রিজের উপর এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। আটক জুম্মন গাজীপুরের মীরের বাজার এলাকার সোহরাবের ছেলে। নিহত অমীত দাস বাপ্পি নরসিংদীর মনোহরদীর হরিতোষ দাসের ছেলে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে একটি প্রাইভেটকার ট্রাফিক আইন অমান্য করে দ্রুতগতিতে উল্টোপথে আসছিল। এ সময় ভূইয়া বাড়ি ব্রিজের ওপর বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং মোটরসাইকেল আরোহী অমীত দাস বাপ্পি গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই নিহত হন। ​দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কাঞ্চন হাইওয়ে পুলিশ এবং পূর্বাচল সেনা ক্যাম্পের একটি দল। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ঘাতক চালককে আটক করেন।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং আটক চালকের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।