• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ সকাল ১১:০১:৪১ (13-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

রাঙামাটিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আরফানকে গ্রেফতার করেছে পুলিশ

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আরফান আলীকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। আরফান ছাত্রলীগ রাঙামাটি জেলার ২০২৪ সালের বার্ষিক সম্মেলনের দপ্তর উপ-কমিটির আহবায়ক ও এর আগে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন বলে জানা গেছে।কোতয়ালী থানা পুলিশ আরফানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, সে দীর্ঘদিন ধরেই পলাতক ছিলো। অপারেশন ডেভিল হান্টের আওতায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে প্রাপ্ত আরো অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ।জানা গেছে, পেশায় কাঠ ব্যবসায়ী ও ঠিকাদার আরফান আলী ৮ অক্টোবর বুধবার সন্ধ্যারাতে শহরের বনরূপাস্থ স’মিল এলাকায় অবস্থান করছেন, এমন সংবাদ পেয়ে তাকে গ্রেফতারে অভিযান চালায় পুলিশের একটি দল। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাবার সময় তাকে ধাওয়া করে গ্রেফতার করে পুলিশ।কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন আরফানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদককে বলেন, তার বিরুদ্ধে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে এবং বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।