সদরপুর সরকারি কলেজে নবীনবরণ
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ড. কাকলী মুখোপাধ্যায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওই কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মো. ইসমাইল হোসেন।নবীনবরণ শেষে অত্র কেলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।