• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ বিকাল ০৩:০৩:৩৪ (13-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

কালিয়াকৈরে যৌথবাহিনীর অভিযানে মদের ভাণ্ডার ধ্বংস

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ জব্দ ও ধ্বংস করা হয়েছে।অভিযানে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ টিম অংশ নেয়। এ সময় ৭০ লিটার প্রস্তুত মদ এবং ৩২টি ড্রামে সংরক্ষিত প্রক্রিয়াধীন ৬,৪০০ লিটার মদ উদ্ধার করা হয়। পাশাপাশি দেশীয় অস্ত্র (রামদা) ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।অভিযানের সময় উদ্ধারকৃত মদ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে দেশীয় মদ প্রস্তুত ও বিক্রি করা হচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। তবে অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) যোবায়ের আহমেদ বলেন, সেনাবাহিনীর নেতৃত্বে নিয়মিত টহল অভিযান পরিচালনা হচ্ছে। স্থানীয়দের সহযোগিতায় অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ ধ্বংস করা হয়েছে। ভবিষ্যতেও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।