• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৮শে আশ্বিন ১৪৩২ রাত ০৩:৫২:৪৬ (14-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

রাঙ্গুনিয়ায় প্রতিবেশীর ছুরিকাঘাতে দিনমজুর খুন

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রতিবেশীর ছুরিকাঘাতে রহমত আলী (৪৯) নামে এক দিনমজুর খুন হয়েছে।২২ সেপ্টেম্বর সোমবার রাত ৯টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের সিকদারপাড়ায় এ ঘটনা ঘটে।নিহত রহমত আলী ওই এলাকার নূর মোহাম্মদের ছেলে।স্থানীয়রা জানান, জমিজমা ও ইট ভাঙার মজুরি নিয়ে প্রতিবেশী রেজাউলের পরিবারের সঙ্গে রহমতের বিরোধ ছিল। সোমবার রাতে এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে রেজাউলের পরিবার লাঠি ও ছুরি নিয়ে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে রহমতের পেটে ছুরিকাঘাত করা হলে তাকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে অভিযুক্তরা পালিয়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।”