• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ বিকাল ০৩:৩১:২৮ (13-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

ডিআইইউতে শুরু হচ্ছে ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন

ডিআইইউ প্রতিনিধি : চতুর্থ শিল্প বিপ্লবের অন্যতম চালিকাশক্তি বিগ ডাটা, ইন্টারনেট অব থিংস (IOT) এবং মেশিন লার্নিংকে সামনে রেখে আগামী ২৫, ২৬ ও ২৭ সেপ্টেম্বর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শুরু হতে যাচ্ছে বিগ ডেটা, আইওটি এবং মেশিন লার্নিং সম্পর্কিত তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন (BIM ২০২৫)।ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস), এবং সেন্টার ফর ইন্টেলিজেন্ট কম্পিউটিং যৌথভাবে এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে।সম্মেলনে ১৫টিরও বেশি দেশ থেকে মোট ৬৩১টি গবেষণাপত্র জমা পড়ে। ডাবল-ব্লাইন্ড পিয়ার পর্যালোচনা প্রক্রিয়ার মাধ্যমে যাচাই শেষে ২৫১টি মানসম্পন্ন গবেষণাপত্র উপস্থাপনার জন্য নির্বাচিত হয়েছে। গৃহীত ও উপস্থাপিত সব পেপারই নেটওয়ার্ক এবং সিস্টেমে স্প্রিংগার লেকচার নোটস অথবা টেলর এবং ফ্রান্সিস সিআরসি বই সিরিজে প্রকাশিত হবে।তিন দিনব্যাপী এই সম্মেলনে থাকছে সাতজন কী-নোট স্পিকার, পাঁচজন আমন্ত্রিত আলোচক এবং ত্রিশটি টেকনিক্যাল সেশন। আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে—আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, হেলথ ইনফরমেটিক্স, স্মার্ট সিটি ও গ্রীন কম্পিউটিং।BIM ২০২৫ প্রযুক্তি-নির্ভর বাংলাদেশ বাস্তবায়নে গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।সম্মেলনের সম্মেলনের চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন চুয়েটের অধ্যাপক ও বাংলাদেশ কম্পিউটার সোসাইটির প্রেসিডেন্ট ড. প্রকৌশলী মোহাম্মদ সামসুল আরেফিন। আর আয়োজক চেয়ার হিসেবে রয়েছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও বিসিএসের ভাইস-প্রেসিডেন্ট অধ্যাপক মো. আব্দুল বাছেত।