ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫, প্রাইভেট কার জব্দ
ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার, চারটি লোহার রড, একটি ছুরি এবং একটি হাতুড়ি জব্দ করা হয়েছে।পুলিশ জানায়, ১ অক্টোবর বুধবার রাত আড়াইটার দিকে ধামরাই থানার এসআই কাওসার সুলতান সঙ্গীয় ফোর্সসহ ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলী এলাকার আটা-ময়দা-সুজি মিলের সামনে অভিযান চালিয়ে ডাকাত দলের পাঁচ সদস্যকে আটক করা হয়।গ্রেফতাররা হলেন- মৃত মান্নান হাওলাদারের ছেলে মো. মিজানুর রহমান (৪২); হাবিবুর রহমান সিকদারের ছেলে হাফিজুর রহমান টুকু (৪৭); কাঞ্চন বেপারীর ছেলে ইমরান বেপারী; শামসু কাজীর ইলিয়াস কাজী (৩৫); সুরুজ্জামালের ছেলে মনির হোসেন (৪৫)।পুলিশ আরও জানায়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহারের উদ্দেশ্যে রাখা বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে ধামরাই ঢাকা-আরিচা মহাসড়কে ডাকাতি করে আসছিল।ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে।