৬ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল চলাচল স্বাভাবিক
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া রেল স্টেশনে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ৬ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল শুরু হয়েছে।২৯ সেপ্টেম্বর সোমবার ভোরে চারটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি পাবনার ভাঙ্গুড়া স্টেশন অতিক্রম করার সময় দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ট্রেনের যাত্রীরা ভোগান্তিতে পড়েন।রেলওয়ে সূত্রে জনা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি রোববার রাত সাড়ে ১১টায় ঢাকা থেকে ছেড়ে আসে। ভোর ৪টার দিকে ট্রেনটি পাবনার ভাঙ্গুড়া নামক রেল স্টেশনের পৌঁছালে বিকট শব্দে ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের যাত্রীরা আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে নেমে পড়েন। এসময় ৩০/৪০ জন আহত হন।ভাঙ্গুড়া থানা পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে।দুর্ঘটনার ৪ ঘণ্টা পর বগি উদ্ধারের কাজ শুরু করে রেলওয়ে। রেলওয়ের উদ্ধারকারী ক্রেন সকাল ১০টায় লাইন ক্লিয়ার করতে সক্ষম হয়। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।তবে বনলতা, একতা ও ধুমকেতু এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন আশপাশের স্টেশনে অপেক্ষা করছে। সব ট্রেনই পর্যায়ক্রমে ছেড়ে যাবে বলে জানায় স্টেশন মাস্টার।