কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।২৭ সেপ্টেম্বর শনিবার ভোররাতে উপজেলার কালামপুর এলাকার হাইটেক সিটি সেকশনে এ দুর্ঘটনা ঘটে।জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাদির উজ জামান জানান, কালামপুর এলাকায় রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকা প্রায় ৪০ বছর বয়সী এক ব্যক্তি ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।