দোয়ারাবাজারে মাদক ও জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজারে মাদক ও জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে উপজেলার ধরমপুর, বাঘমারা, বিখারগাওঁ গ্রামবাসীর উদ্যোগে বাঘমরা বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের হাতপাখা প্রতীকে প্রার্থী মুফতী আলী আকবর সিদ্দিকী।এ সময় আরও বক্তব্য রাখেন আব্দুক জলিল, মুবারক হুসেন, হাজ্বী আব্দুল করিম, আব্দুল মান্নান, মঞ্জিল মিয়া, আব্দুল মজিদ, হাবিবুল্লাহ হাবু, আবু মিয়া।এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিখারগাওঁ গ্রামের আরুজ আলীর ছেলে নুরুল ইসলাম ও একই গ্রামের খুরশিদ আলীর ছেলে আমির মিয়ার বাড়িতে মাদক ও জুয়া খেলার লিপ্ত হচ্ছে অনেকে। এতে স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারই ধারাবাহিকতায় স্থানীয়দের সহযোগিতায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সভাস্থল থেকে বাঘমারা বাজারে একটি বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী।