• ঢাকা
  • |
  • শনিবার ৬ই পৌষ ১৪৩২ দুপুর ০১:৫০:২৯ (20-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

বগুড়ায় কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার, বগুড়া: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় বর্ণাঢ্য আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১৯ ডিসেম্বর শুক্রবার বিকেলে শহরের টিটু মিলনায়তনে জেলা কৃষক দলের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই বাংলাদেশে কৃষির আধুনিক ভিত্তি রচনা করেছিলেন এবং দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। আগামীতে বিএনপি সরকার গঠন করলে কৃষকদের ভাগ্য উন্নয়নে কৃষি ঋণ ও বিশেষ বিমা সুবিধা চালু করা হবে।জেলা কৃষক দলের আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট এ.কে.এম মাহবুবুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা কৃষক দলের সদস্য সচিব সাবেক কাউন্সিলর এনামুল হক সুমন।সভায় বক্তারা কৃষকদের কল্যাণে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন কৃষকদের সরকারি সহায়তা সরাসরি পৌঁছে দিতে কৃষি কার্ড করা হবে যাতে কোনো দুর্নীতি না হয়।বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও সাবেক এমপি মোশারফ হোসেন, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম শফি, জেলা বিএনপির উপদেষ্টা ডা. মামুনুর রশিদ মিঠু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম ও যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন আরডিএ যুগ্ম পরিচালক ড. আব্দুল মজিদ প্রমুখ।সভার শুরুতে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করা হয়। এছাড়া সন্ত্রাসী হামলায় নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।