• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ বিকাল ০৩:০৩:৩৫ (13-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

নবীনগরে ছয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধার

‎নবীনগর (ব্রাক্ষণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিটঘর ইউনিয়নের ছিনামাছি গ্রামের উত্তর পাড়ার শফিক মিয়া বাড়ি থেকে চোরাইকৃত ছয়টি মোটর সাইকেল জব্দ করা হয়েছে।  ‎১২ অক্টোবর রোববার নবীনগর থানা পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬টি দামী ব্রান্ডের মোটর সাইকেল উদ্ধার করেন।স্থানীয় সূত্রে জানা গেছে, শফিক মিয়া ও তার ভাই জমশেদ মিয়া দীর্ঘদিন যাবত মোটরসাইকেল চুরি করে এনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে দিতেন।‎উদ্ধার অভিযানের বিষয়টি টের পেয়ে শফিক ও তার ভাই জমশেদ পালিয়ে যেতে সক্ষম হয়।এ ব্যাপারে নবীনগর থানার অফিসার  ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম বলেন, জব্দ মোটর সাইকেলগুলো যেহেতু শফিক এবং জমশেদের বাড়ি থেকে জব্দ করা হয়েছে, তাই তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।