• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ দুপুর ০১:০৮:২৮ (13-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

পঞ্চগড়ে অটোয়ারী মাহি ফিলিং স্টেশন থেকে চোরাই বাইক উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের অটোয়ারী উপজেলার মাহি ফিলিং স্টেশনের ম্যানেজার আল আমিনের কাছ থেকে বাজাজ ডিসকোভার ১২৫ সিসির একটি চোরাই বাইক উদ্ধার করেছে ডিবি পুলিশ।২৪ সেপ্টেম্বর বুধবার মাহি ফিলিং স্টেশনের ম্যানেজার আল আমিনের অফিস থেকে বাইকটি উদ্ধার করা হয়।এ সময় এস আই আবু সাঈদের নেতৃত্বে ডিবি পুলিশের সদস্যরা অভিযানে অংশ নেন।  আসামী  আল আমিন উপস্থিত ছিলেন অপর দুই আসামী ফিরোজ ইসলাম ও মেহেদী হাসান।মামলার বিবরণে জানা যায়, ১২ আগস্ট মঙ্গলবার গভীর রাতে আল আমিন, ফিরোজ ইসলাম ও মেহেদী হাসান পঞ্চগড় সদর উপজেলার উত্তর জালাসী পাড়া এলাকার সফিকুলের বাড়ি থেকে বাইকটি চুরি করে।মামলার বাদী মো. সফিকুল ইসলাম বলেন, অনেক খোঁজাখুঁজির পর গোপন সংবাদের ভিত্তিতে আমি নিশ্চিত হয়ে পঞ্চগড় সদর আমলী আদালত-১-এ মামলা দায়ের করি।পুলিশ জানায়, আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।আসামী আল আমিন কোনো কথা বলতে রাজি হননি।এদিকে গত কিছুদিন ধরে পঞ্চগড়ে জেলার বিভিন্ন এলাকায় চুরি-ডাকাতি বৃদ্ধির ঘটনায় সাধারণ মানুষ শংকিত হয়ে পড়েছে বলে জানা গেছে।