• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ দুপুর ০১:০২:৫৪ (13-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

নারায়ণগঞ্জে র‍্যালি, আলোচনা সভা ও ফ্রি চক্ষু সেবা প্রদান

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি এবং ভিশন স্প্রিং এর সহযোগিতায় স্বাস্থ্য বিভাগ নারায়ণগঞ্জের উদ্যোগে আয়োজনে বিশ্ব দৃষ্টি দিবস-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।ফ্রি চক্ষু সেবা ক্যাম্পেইন প্রায় ১৫০ থেকে ২০০ জনকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়।৯ অক্টোবর বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ জেলা সিভিল কার্যালয়ের সামনে এ র‍্যালি ও চক্ষু সেবা ক্যাম্পে অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মশিউর রহমান।আরও উপস্থিত ছিলেন মো. মুস্তাফিজুর রহমান, ম্যানেজার (বিএইচপি), ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক (বিএইচপি) আবুল কালাম আজাদ, ব্র্যাক জেলা সমন্বয়ক সুমন চৌধুরী, মোনায়েমুল ইসলাম, অপারেশন ম্যানেজার- ভিশন স্প্রিং, জেলা ব্যবস্থাপক (টিবি) শামীম হোসেন, এলাকা ব্যবস্থাপক (বিএইচপি) পবিত্র কুমার দেবনাথ, ভিশন স্প্রিং এর প্রতিনিধিসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।প্রসঙ্গত, আজ এই দিনে ব্র্যাক দেশের ৬১ জেলায় বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে ৩৫০ টির ও বেশি চক্ষু শিবির এবং ৫০টিরও বেশি সচেতনতামূলক রেলি আয়োজন করেছে।