• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ সকাল ১১:০১:৪১ (13-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

জুড়ীতে চাঁদাবাজির টাকাসহ যুবলীগ নেতা গ্রেফতার

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার জেলার জুড়ীতে চাঁদাবাজির টাকাসহ হাতেনাতে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন যুবলীগ নেতা ওরফে সিএনজি মাছুম।২২সেপ্টেম্বর সোমবার রাতে যুবলীগ নেতা সিএনজি মাছুম এক ব্যবসায়ীর কাছ থেকে সাংবাদিক পরিচয় দিয়ে মোটা অংকের চাঁদা দাবি করে। এ সময় ঐ ব্যবসায়ী পুলিশকে বিষয়টি জানালে জুড়ী থানার ওসি মুরশেদুল আলম ভূঁইয়ার নেতৃত্বে একদল পুলিশ তাকে ঘটনাস্থল থেকে চাঁদার টাকাসহ গ্রেফতার করে থানায় নিয়ে আসে।পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাসুমকে আটক করা হয়।এ সময় তার কাছ থেকে চাঁদাবাজির নগদ বিশ হাজার টাকাসহ উদ্ধার করা হয়। মঙ্গলবার তাকে মৌলভীবাজার কোর্টে প্রেরণ করা হয়েছে।