• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই পৌষ ১৪৩২ সন্ধ্যা ০৬:৪২:৩৫ (19-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

গাজীপুরে পরিত্যক্ত ব্রিজের নিচ থেকে মরদেহ উদ্ধার

গাজীপুর উত্তর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি বাজারের পরিত্যক্ত ব্রিজের নিচে থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।১৯ ডিসেম্বর শুক্রবার সকালে বাজারের পশ্চিম পাশের ব্রিজের নিচে পরিত্যক্ত টিনের ছাপরা ঘর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার ব্যক্তির নাম আসাদ ৷ তিনি উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের মিটালু গ্রামের মৃত মফিজ উদ্দিন সরকারের ছেলে৷মেয়ে সানজিদা জানায় তার বাবা অসুস্থ ছিলো। মাথায় কিছুটা সমস্যা ছিলো৷ আড়াই মাস আগে বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে যায়। আমরা থানায় জিডি করেছিলাম।স্থানীয় হাসেম জানান, গত রাতে রাজাবাড়ি বাজারে চুরি হওয়ার ঘটনা ঘটে। চোর সন্দেহে আমরা একজনকে দৌড়ানি দিলে সে পরিত্যক্ত ব্রিজের নিচ দিয়ে পালিয়ে যায়৷ আমরা পিছনে ছুটলে ওই জায়গায় দুর্গন্ধ পাই৷ তারপর দেখি পরিত্যক্ত টিনের ছাউনির ঘরে মরদেহ পড়ে আছে। পরে পুলিশে খবর দিই।  শ্রীপুর থানার পরিদর্শক সঞ্জয় কুমার বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হয়েছে৷ পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে৷’