• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ দুপুর ০১:০৮:২৩ (13-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

নিয়মনীতির তোয়াক্কা না করে সরকারী গাছ কাটার নির্দেশ দিলেন-ইউএনও

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: নিয়মনীতির তোয়াক্কা না করে সরকারী গাছ কাটার নির্দেশ দিয়েছেন ইউএনও জান্নাতুল ফেরদৌস। একটি মেহগুনি গাছ নিজরে দাবি করছেন সরকারী দুই প্রতিষ্ঠান। সকলের অগচরে সরকারী ছুটির দিনে গাছ কাটা হয়েছে বলে অভিযোগ তুলেছেন সারদা সরকারী কলেজ কর্তৃপক্ষ। অপরদিকে সারদা ইউনিয়ন দাবি করছেন তাদের নিজেস্ব জমির গাছ কাটা হয়েছে।কলেজ অধ্যক্ষ একরামুল হক বলেন, শুক্রবার সকালে সারদা ইউনিয়নের সাইদুর মেম্বার ও তার লোকবল নিয়ে একটি মেহগুনি গাছ কেটে নিয়েছে। চারঘাট পৌরসভার মধ্যে ইউনিয়নের জমি থাকার কথা না। শিক্ষা প্রতিষ্ঠানের জমির গাছ ইউনিয়ন পরিষদ কাটতে পারেনা। তবে সাইদুর বলেছে ইউএনও’র নির্দেশে গাছ কাটা হয়েছে। কিন্ত কলেজ প্রশাসন বন বিভাগের সঙ্গে কথা বললে, তারা সময় সাপেক্ষে কাজ করবেন বলে জানিয়েছে। অথচ সকলের অগচরে গাছটি অন্যায়ভাবে কাটা হয়েছে।  চারঘাট উপজেলার ভারপ্রাপ্ত বনবিভাগ কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, কলেজ অধ্যক্ষ বনবিভাগকে গাছের বিষয়ে জানিয়েছেন। কিন্ত বন্ধের দিনে নিয়মনীতির তোয়াক্কা না করে গাছটি কাটা হয়েছে। বৈধ কাগজে গাছ কাটার অনুমতি কোন দপ্তর নেই নি।এ বিষয়ে ইউএনও জান্নাতুল ফেরদৌস বলেন, গাছ কাটার বিষয়ে তিনি অবগত আছেন। পুকুর পারের একটি গাছ পরিত্যাক্ত অবস্থায় ছিল। স্থানীয়দের অনেকে অসুবিধা হচ্ছিল। যার কারনে গাছটি কাটার সিন্ধান্ত নেওয়া হয়। বনবিভাগ গাছ কাটার বিষয়টা জানেন। বর্তমান গাছটি সারদা ইউনিয়ন পরিষদে রয়েছে। নিলামের মাধ্যমে গাছের বিক্রয় মূল্য সরকারী ভাবে জমা করা হবে।