• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ বিকাল ০৫:৫৬:২৪ (13-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

মাইক্রোবাসের সিটের নিচ থেকে এক লাখ ২৪ হাজার ইয়াবা উদ্ধার

রামু (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের রামুতে মাইক্রোবাসের চালকের সিটের নিচ থেকে বেরিয়ে এলো এক লাখ ২৪ হাজার পিস ইয়াবা।রামু বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে মাইক্রোবাস থেকে এসব ইয়াবা উদ্ধার করে। এসময় ইয়াবা পাচারের সাথে জড়িত চালক উমর রাহিন আরফাতকে (২৬) গ্রেফতার ও মাইক্রোবাসটিও জব্দ করা হয়।বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে রামুর ৩০ বিজিবি অধীনস্থ চেক পোস্টে সন্দেহজনক কক্সবাজারগামী একটি মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালানোর সময় চালকের কথা সন্দেহজনক মনে হয়। জিজ্ঞাসাবাদে চালক আরফাত তার গাড়িতে ইয়াবা থাকার কথা স্বীকার করে। পরে তার দেখানো মতে চালকের সিটের নিচ থেকে এক লাখ ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি।গ্রেফতার উমর রাহিন আরফাত চট্টগ্রামের চাঁন্দগাঁও থানার পূর্ব ষোল শহর ওমর আলী মাতব্বর বাড়ির মৃত সেলিমের ছেলে।৩০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, ইয়াবা উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।