• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ সকাল ১১:০১:২৯ (13-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

কালিয়াকৈরে ৮৪৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ৮৪৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ৭ অক্টোবর মঙ্গলবার গভীর রাতে উপজেলার ফুলবাড়িয়া উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রানা মিয়াকে (৩৫) আটক করা হয়। সে ওই এলাকার তাইজুদ্দিন আহমেদের ছেলে।এলাকাবাসীর বরাতে জানা যায়, রানা মিয়া দীর্ঘদিন ধরে মাদক কারবার সঙ্গে জড়িত এবং এর আগেও একাধিকবার মাদকসহ গ্রেফতার হয়েছিল।কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক রানা মিয়ার কাছ থেকে ৮৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।