• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ সকাল ১১:০১:৩৫ (13-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

আশুলিয়ায় পিস্তলসহ ডাকাত আটক

সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় পুলিশকে উদ্দেশ্য করে গুলি ছোঁড়ে পালানোর সময় ডাকাত চক্রের সদস্য মির্জা রুবেল ওরফে সুমনকে(৪৫) আটক করেছে পুলিশ। এসময় আটক ওই ডাকাতের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।১০ অক্টোবর শুক্রবার  দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান এ তথ্য নিশ্চিত করেন।  এর আগে বৃহস্পতিবার রাতে আশুলিয়ার গৌরীপুর এলাকার সদরপুর রোডে ন্যাচারাল নার্সারীর সামনে ডাকাতির প্রস্তুতিকালে তাকে আটক করে পুলিশ।আটক রুবেল টাঙ্গাইল জেলার সদর থানার নামদার কুমুল্লি (খান পাড়া) মহল্লার মির্জা বিষু ওরফে আব্দুর রহমানের ছেলে।পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে আশুলিয়ার গৌরীপুর এলাকায় একদল ডাকাতকে রাস্তায় গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিতে দেখে  টহল পুলিশ। এসময় ডাকাতরা পুলিশের উপস্থিতি দেখে টহল পুলিশদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পরে পুলিশ ধাওয়া করলে ডাকাত দলের সদস্য রুবেলকে আটক করে। তবে ডাকাত দলের বাকি সদস্যরা পালিয়ে যায়।এ ঘটনায় আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা গুলি ছোড়ে। এসময় ধাওয়া করে ডাকাত দলের এক সদস্যকে আটক করা হয়। তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। আটক রুবেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৬টি মামলা রয়েছে।এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।