রাঙ্গুনিয়ায় অটোরিকশার ধাক্কায় যুবকের মৃত্যু
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: ব্যস্ত রাস্তা, সরু পথ, প্রতিদিনের ছোটখাটো দুর্ঘটনা তবু সম্প্রতি ঘটে যাওয়া এক ঘটনা পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।ব্যাটারি চালিত একটি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত ইমতিয়াজ হোসেন ইতুন (২৬) দেড় মাস চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন।৭ অক্টোবর মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ইথুন রাঙ্গুনিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।স্থানীয় বাসিন্দা ব্যবসায়ী মো. কামাল হোসেন বলেন, ইথুন খুবই ভদ্র ও পরিশ্রমী ছেলে ছিল। এমনভাবে তাকে হারানোর কেউ কল্পনাও করতে পারত না। সংশ্লিষ্টদের উচিত সড়ক দূর্ঘটনা রোধে এখনই কঠোর পদক্ষেপ নেওয়া, যেন আর কোনো পরিবার এমন শোকের মুখোমুখি না হয়।