• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৮শে আশ্বিন ১৪৩২ রাত ০৩:৪১:৪৭ (14-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

এবার অজগর সাপ পুষছেন সৃজিত-মিথিলা

বিনোদন ডেস্ক: বাড়ি ঘরে বা খামার করে হাঁস-মুরগি, বিড়াল, কুকুর, ময়না, টিয়া অনেকেই পুষে থাকেন। হরহামেশা এমন দেখা যায় আমাদের চারিপাশে। কিন্তু সাপ পোষার খবর শোনা যায় না খুব একটা।আর যদি সে সাপটি হয় অজগর তাহলে চোখ কপালে ওঠার কথা বৈকি। এ রকম কাজই করছেন টলিউড নির্মাতা সৃজিত দম্পতি। এবার সরাসিরি মানুষ খেকু অজগর সাপই পুষছেন তারা। সামাজিক মাধ্যমে এক স্টেটাসে ভক্ত-দর্শকদের এমন খবরটিই দিয়েছেন ।দক্ষিণ আমেরিকার দেশে ভ্রমণে দিয়ে ওখান থেকে পোষ্য পাইথনকে নিজের বাড়িতে এনেছেন এ দম্পতি। ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে নিজেই পরিবারের নতুন সদস্যটির খবর দিলেন পরিচালক। তারপর থেকেই শোরগোল।ফেসবুক পোস্টে যদিও পোষ্যের নাম প্রকাশ্যে এনেছেন। সাধ করে পাইথনের নাম রেখেছেন উলুপী। যে শব্দ হিন্দু পুরাণে নাগকন্যার পরিচয়। সাপের নামও সেই অনুসারেই রেখেছেন। সৃজিত ওই স্টেটাসে লিখেছেন, ‘বাড়িতে তোমাকে স্বাগত উলুপী। আমাদের জীবন চিরতরে বদলে গেল।’সৃজিতের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি দশম অবতার। বেশ প্রশংসিত হয়েছে এ ছবি। এতে অভিনয় করেছেন জয়া আহসান, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য প্রমুখ।