• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ দুপুর ১২:৫৭:৫২ (13-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

ফটিকছড়িতে দোকানে অগ্নিকাণ্ড, লক্ষাধিক ক্ষয়ক্ষতি

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়িতে গভীর রাতে তৈয়ব ষ্টোর নামে একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।৩ অক্টোবর শুক্রবার দিবাগত রাতে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাকর আলি তালুকদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, দোকানের মালিক তৈয়ব আলোচিত মাহিন হত্যা মামলার ৪নং আসামী। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকানের ভেতরে থাকা সমস্ত মালামাল ভস্মীভূত হয়ে যায়। প্রাথমিক হিসেবে প্রায় এক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।তৈয়বের পরিবারের দাবি, মাহিন হত্যা মামলার জের ধরেই এ অগ্নিকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে।এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর মো. ফারুক বলেন, ফায়ার সার্ভিস বাহির থেকে সাতটি তালা ভেঙে দোকানের ভেতরের আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।তিনি আরও জানান, মাহিন হত্যাকে কেন্দ্র করে দোকানে আগুন লাগানোর কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং এ ঘটনায় কেউ এখনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।