স্টাফ রিপোর্টার, বগুড়া: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী দিনগুলো সহজ হবে না। দেশের বর্তমান বাস্তবতায় গণতন্ত্রে বিশ্বাসী সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

২১ ডিসেম্বর রোববার বগুড়ায় জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত একটি ডিজিটাল স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। এ সময় তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান বিন হাদীর ভূমিকার কথা স্মরণ করে বলেন, শহীদ হাদি গণতন্ত্র ও ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন।


তারেক রহমান বলেন, শহীদ ওসমান হাদি, জুলাই আন্দোলনের শহীদ এবং একাত্তরের মুক্তিযোদ্ধাদের প্রতি প্রকৃত সম্মান দেখাতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের শান্তি ও অগ্রগতির জন্য কাজ করতে হবে।
তিনি দেশের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে বলেন, অর্থনীতি নাজুক অবস্থায় রয়েছে এবং বিভিন্ন এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা লক্ষ করা যাচ্ছে। এসব বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।
শহরের শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক একেএম ওয়াহিদুজ্জামানসহ দলের একাধিক কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্যরা।
আগামী দিনের রাষ্ট্রগঠনের প্রসঙ্গে তারেক রহমান বলেন, বর্তমানে দেশে বেকারত্ব উদ্বেগজনক হারে বাড়ছে। কর্মসংস্থান সৃষ্টি এখন সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কৃষকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন, আর বাজার ব্যবস্থায় অসাধু চক্রের দৌরাত্ম্য সাধারণ মানুষকে চাপে ফেলছে। এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নিতে হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available