বিনোদন ডেস্ক: বছর প্রায় শেষ দিকে। আর বলিউড ইন্ডাস্ট্রির জন্য বছরটি মিশ্র অনুভূতির হয়ে উঠেছে। একদিকে যেমন ব্লকবাস্টার সিনেমা উন্মাদনা বাড়িয়েছে দর্শকদের। অন্যদিকে বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র ও আসরানীর মতো তারকাদের হারাতে হয়েছে। আবার এরইমধ্যে অনেক তারকা দুর্ঘটনার শিকার হয়ে আহত হয়েছেন।

এবার এল বড় দুঃসংবাদ। তারকা অভিনেতা ইমরান হাশমি দুর্ঘটনার কবলে পড়েছেন। ২০ ডিসেম্বর শনিবার খবর আসে, বলিউড তারকা নোহা ফাতেহি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন। সেই রেশ কাটিয়ে উঠার আগেই এবার ইমরান হাশমিকে নিয়ে দুঃসংবাদ।


২১ ডিসেম্বর রোববার সিনেমার শুটিংয়ে গুরুতর আহত হয়েছেন ইমরান হাশমি। রাজস্থানে ‘আওয়ারাপান ২’ সিনেমার শুটিং চলাকালীন পেটে আঘাত পেয়েছেন তিনি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বেশ উচুতে শুটিং লোকেশন ছিল। সেখানেই শুটিং চলাকালীন পেটে আঘাত পান। এ কারণে নাকি পেটের পেশি ছিঁড়ে গেছে তার।
শুটিং সেটে আহত হওয়ার পর প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলিউডের রোমান্টিক বয়কে। তবে সূত্রের খবর, চিকিৎসার পর ফের শুটিং ফ্লোরে ফিরে কাজ শুরু করেছেন তিনি। কাজের সঙ্গে কোনো আপস করতে রাজি নন। আর শুটিংয়ের কারণে ফের স্বাস্থ্যের কোনো ক্ষতি যেন না হয়, সে ব্যাপারে সচেতন থাকছেন।
এদিকে ইমরান হাশমির অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। সোশ্যাল মিডিয়ায় প্রিয় তারকার সুস্থতা কামনা করেছেন তারা।
প্রসঙ্গত, ‘আওয়ারাপান ২’ সিনেমাটি ইমরান হাশমি অভিনীত বহুল প্রতীক্ষিত একটি সিনেমা। চলতি বছরের মার্চে জন্মদিনে এর সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দেয়া হয়েছে। এর আগে ২০০৭ সালে মুক্তি পেয়েছিল ‘আওয়ারাপান’। সব ঠিক থাকলে আগামী বছরের ৩ এপ্রিল মুক্তি পাবে সিক্যুয়েলটি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available