• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ সকাল ১০:৪৮:৩৪ (13-Oct-2025)
  • - ৩৩° সে:

কুমিল্লায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রী ও তাঁর মার মরদেহ উদ্ধার

৮ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০:৪৬:৫৯

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা নগরের কালিয়াজুরি এলাকা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও তাঁর মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ ৮ সেপ্টেম্বর সোমবার ভোরে নগরের কালিয়াজুরি খেলার মাঠের পাশের একটি ভবনের দ্বিতীয় তলা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। তবে কখন তাঁরা মারা গেছেন বা তাঁদের কেউ হত্যা করেছে কিনা এখনো তা নিশ্চিত করা যায়নি।

Ad
Ad

বাড়ির মালিক আনিসুল ইসলাম রানা জানিয়েছেন, সাড়ে তিন থেকে চার বছর আগে কুমিল্লার আদালতের কর্মকর্তা নুরুল ইসলাম বাড়িটি ভাড়া নেন। গত বছর তাঁর মৃত্যুর পর স্ত্রী তাহমিনা আক্তার (৫০), কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন ১৬তম ব্যাচের শিক্ষার্থী সুমাইয়া আফ্রিনসহ (২৪) তাঁর আরও দুই ছেলে বাড়িটিতে থাকতেন।

Ad

তাঁরা অন্য কারো সাথে তেমন কথা বলতেন না। গতকাল রাতে তার দুই ছেলে ঢাকা থেকে বাসায় এলে তারা ঘরের দরজা খোলা দেখেন। এই সময় তারা মনে করেন তাদের মা ও বোন ঘুমিয়ে আছে। কিন্তু বাসায় ঢুকার পর দীর্ঘ সময় কেটে গেলেও তাদের কোন সাড়াশব্দ না পাওয়ায় জাগাতে গিয়ে দেখেন তারা নড়ছেন না। পরে ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, মরদেহ দুইটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে সিসি ক্যামেরার ফুটেজসহ গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি হত্যাকাণ্ড বলেই প্রাথমিকভাবে ধারণা করেছেন তিনি।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
নবীনগরে ছয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধার
১৩ অক্টোবর ২০২৫ সকাল ০৯:৩৭:০২






Follow Us