• ঢাকা
  • |
  • সোমবার ৮ই পৌষ ১৪৩২ সকাল ১০:৪১:১৭ (22-Dec-2025)
  • - ৩৩° সে:

তীব্র শীতে চুয়াডাঙ্গা ও কুড়িগ্রামে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

১৮ জানুয়ারী ২০২৪ দুপুর ১২:২৯:২৭

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। ১৮ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৯টায় কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। অপর দিকে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

Ad

এ পরিস্থিতিতে কুড়িগ্রামের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাঈদুল আরিফ। অন্যদিকে আগামী তিনদিন সকল মাধ্যমিক বিদ্যালয় বন্ধের ঘোষণা দিয়েছে চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিস।

Ad
Ad

চুয়াডাঙ্গা জেলা শিক্ষা কর্মকর্তা মো. আতাউর রহমান ১৭ জানুয়ারি বুধবার জানান, ‘আজ চুয়াডাঙ্গার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় আগামীকাল বিদ্যালয়গুলো বন্ধ থাকবে। খুলনা বিভাগীয় উপপরিচালক খ. রুহুল আমীন ও জেলা প্রশাসক কিসিঞ্জার চাকমার সঙ্গে পরামর্শ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

কুড়িগ্রামের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন বলেন, আমরা জেলা প্রশাসককে বিষয়টি অবগত করেছি। জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। যার ফলে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। পরে ১০ ডিগ্রি তাপমাত্রা হলে অটোমেটিক স্কুল খুলে যাবে।

কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার সরকার জানান, বৃহস্পতিবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। এ তাপমাত্রা আরও দুই একদিন অব্যাহত থাকতে পারে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
আটক বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি
২২ ডিসেম্বর ২০২৫ সকাল ১০:০৯:২০

সংবাদ ছবি
লবনদহ নদীর জবরদখল উচ্ছেদ করে খনন শেষ করা হবে
২২ ডিসেম্বর ২০২৫ সকাল ১০:০২:১২



সংবাদ ছবি
সুদানে শহীদ মাসুদ রানার দাফন সম্পন্ন
২২ ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:৩৭:০১






Follow Us