• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ সকাল ১০:৪৬:৩৬ (13-Oct-2025)
  • - ৩৩° সে:

জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপে চ্যাম্পিয়ন দিয়াবাড়ি ফুটবল ক্লাব

২৫ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৯:০৭

সংবাদ ছবি

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে জেলার সাটুরিয়া উপজেলার জিকে স্পোর্টিং ক্লাব মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

Ad
Ad

ফাইনাল খেলায় দিয়াবাড়ি ফুটবল ক্লাব ও একরাম স্মৃতি সংসদ মুখোমুখি হয়। খেলা দেখতে স্থানীয় জনতা ভিড় জমায় মাঠে। দুই দলের মধ্যে শুরু থেকেই আক্রমণাত্মক খেলা উপভোগ করেন দর্শকরা। রোমাঞ্চকর এ খেলায় নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে দিয়াবাড়ি ফুটবল ক্লাব ০-১ গোলে একরাম স্মৃতি সংসদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অর্থাৎ ট্রাইবেকারে এক গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় দিয়াবাড়ি ফুটবল ক্লাব।

Ad

খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন প্রধান অতিথি ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়াপ্রেমী ও সাধারণ দর্শকরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এ ধরনের টুর্নামেন্ট প্রতিবছর আয়োজন করলে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং সমাজ থেকে অসামাজিক কর্মকাণ্ড দুরে থাকবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
নবীনগরে ছয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধার
১৩ অক্টোবর ২০২৫ সকাল ০৯:৩৭:০২






Follow Us