• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ সকাল ১১:১৩:২২ (13-Oct-2025)
  • - ৩৩° সে:

আশুলিয়ায় অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

১৬ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:০৯:৩৫

সংবাদ ছবি

আশুলিয়ায় (ঢাকা) প্রতিনিধি: ঢাকার সাভারের আশুলিয়ায় গুলিবিদ্ধ অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

১৬ সেপ্টেম্বর মঙ্গলবার আশুলিয়ার পলাশবাড়ি এলাকা থেকে তার ক্ষতবিক্ষত গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।

Ad
Ad

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় অজ্ঞাত এক যুবকলের গুলিবিদ্ধ মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানায়, ওই যুবকের গলায় গুলির চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা কোন এলাকায় তাকে গুলি করে হত্যা করেছে তা এখনো জানা যায়নি।

Ad

এ বিষয়ে আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বলেন, আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে তবে তার পরিচয় এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা বিস্তারিত জানা যায়নি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
নবীনগরে ছয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধার
১৩ অক্টোবর ২০২৫ সকাল ০৯:৩৭:০২





Follow Us