• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ বিকাল ০৩:৪২:১৫ (13-Oct-2025)
  • - ৩৩° সে:

মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আর্থিক অনুদান প্রদান

১৪ অক্টোবর ২০২৪ বিকাল ০৩:৪৮:৩৭

সংবাদ ছবি

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ (নিহত) ও আহতদের পরিবারের মাঝে আর্থিক অনুদান ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৪ অক্টোবর সোমবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে সিরাজদিখান প্রেস ক্লাবের আয়োজনে এ অনুদান ও দোয়া অনুষ্ঠিত হয়।

টাচিং সোলস ইন্টারন্যাশনাল ও এসটিএস ফাউন্ডেশনের যৌথ অর্থায়নে মুন্সীগঞ্জ সদরের ৩ জন শহীদ ও সিরাজদিখানের ১ জন শহীদ এবং ৩ জন আহত পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়।

Ad
Ad

সিরাজদিখান প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান মুকুটের সভাপতিত্বে ও সহ-সভাপতি জাবেদুর রহমান জোবায়েরের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নটরডেম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন, বাংলাদেশে শিক্ষক ফেডারেশনের যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর হোসেন খান, কুসুমপুর জাগরণী সংসদের সাবেক সভাপতি আব্দুল হালিম টিয়া, বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকার সহ-সমন্বয়ক মো. রোহান, ছাত্র প্রতিনিধি জাকারিয়া আহমেদ সাদ, কুসুমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান, মালখানগর হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মঞ্জুরুল আলম, ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জামাল হোসেন, নেছারাবাদ নূরিয়া দাখিল মাদরাসার সুপার মাও. হাসান তালুকদার প্রমুখ।

Ad

এছাড়াও সিরাজদিখান প্রেস ক্লাবের সদস্যবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










সংবাদ ছবি
একটি ঘরের অভাবে কষ্টে আছেন রাহেলা বেগম
১৩ অক্টোবর ২০২৫ দুপুর ১২:৪৮:০৮


Follow Us