• ঢাকা
  • |
  • শনিবার ৬ই পৌষ ১৪৩২ রাত ০৮:২৩:০৩ (20-Dec-2025)
  • - ৩৩° সে:

রাজধানীতে অগ্নিকাণ্ডে নিহত খোকসার মেয়ে সাংবাদিক বৃষ্টি

২ মার্চ ২০২৪ সকাল ১০:৩৩:৫১

সংবাদ ছবি

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: রাজধানীর বেইলি রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডে মারা গেছেন কুষ্টিয়ার খোকসার মেয়ে রিপোর্টার অভিশ্রুতি শাস্ত্রী বৃষ্টি।

Ad

১ মার্চ শুক্রবার বৃষ্টির মরদেহ শনাক্ত করেছেন দ্য রিপোর্ট ডট লাইভের প্রধান প্রতিবেদক গোলাম রাব্বানী। শুক্রবার বৃষ্টির দাদা বাড়ি খোকসার চাঁদট ইউনিয়নের বনগ্রাম পশ্চিম পাড়া সাংবাদিকরা গেলে তার মা কোনভাবেই কথা বলতে রাজি হননি। বৃষ্টির দাফন ঢাকাতে সম্পন্ন হবে বলে জানান স্বজনরা।

Ad
Ad

জানা যায়, রাজধানীর বেইলি রোডের  সাততলা ভবনে আগুন লাগে। ভবনের প্রতিটা ফ্লোরে  নানারকম খাবারের দোকান রয়েছে। প্রতিদিন সন্ধ্যার পর থেকে খাবারের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় হয়। অনেকেই পরিবার নিয়ে সেখানে খেতে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটি প্রথম ও দ্বিতীয় তলায় আগুন লাগার পর তা ওপরের দিকে ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পাশাপাশি ক্রেনের সাহায্যে ভবনের সপ্তম তলা ও ছাদে আশ্রয় নেওয়া ব্যক্তিদের নামিয়ে আনতে থাকেন তাঁরা।

বেইলি রোডের ওই ভবনে সেসময় কুষ্টিয়ার খোকসার সবুজ আলীর মেয়ে রিপোর্টার অভিশ্রুতি শাস্ত্রি বৃষ্টি অগ্নিদগ্ধ হন। এবং তাকে উদ্ধার করে  ঢাকা শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে নিয়ে গেলে মারা যান। শুক্রবার দ্য রিপোর্ট ডট লাইভের  প্রধান প্রতিবেদক গোলাম রাব্বানী বার্ন ইউনিটের মর্গ থেকে বৃষ্টির মরদেহ সনাক্ত করেন।

বৃষ্টি রাজধানীর ইডেন মহিলা কলেজের দর্শন বিভাগের শিক্ষার্থী ছিলেন। স্নাতক অধ্যয়নরত অবস্থায় তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত হন। এবং দ্য রিপোর্ট ডট লাইভ পোর্টালের হয়ে নির্বাচন কমিশন বিটে সংবাদ সংগ্রহে যুক্ত ছিলেন।

খোকসা উপজেলা চেয়ারম্যান বাবুল আক্তার জানান, চাঁদট ইউনিয়নের বনগ্রাম পশ্চিম পাড়ার সবুজ আলীর মেয়ে বৃষ্টি রাজধানীর বেইলি রোডের ভয়াবহ অগ্নিকান্ডে মারা গেছেন শুনেছি। বৃষ্টির বাবা ঢাকা একটি কোম্পানিতে চাকরি করেন। সেই সুবাদে বৃষ্টি ও তার বাবা ঢাকাতে থাকেন। বৃষ্টির মা খোকসা গ্রামের বাড়িতে থাকেন। বৃষ্টির বাবা ও ফুফুদের সিদ্ধান্ত অনুযায়ী  দাফন ঢাকাতেই সম্পন্ন হবে বলে তিনি জানান। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
রৌমারীতে অটোরিকশার নিচে পড়ে শিশুর মৃত্যু
২০ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:০৪:৫৩

সংবাদ ছবি
জরুরি সভা ডেকেছে ছাত্রদল
২০ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:৩৭




সংবাদ ছবি
গোপালগঞ্জে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ
২০ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৪:৩৩


সংবাদ ছবি
চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
২০ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৫:০৪


Follow Us