• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ বিকাল ০৫:৫৮:৪১ (13-Oct-2025)
  • - ৩৩° সে:

গাইবান্ধা পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, ৩ দালালকে কারাদণ্ড

২৫ ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৮:২৮:১৫

সংবাদ ছবি

গাইবান্ধা প্রতি‌নি‌ধি: গাইবান্ধা আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে ৩ দালালকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

২৫ ফেব্রুয়ারি রোববার দুপুরে রংপুর দুদকের সমন্বিত জেলা কার্যালয় থেকে এনফোর্সমেন্ট টিমের ছয়জন সদস্য এ অভিযান পরিচালনা করেন।

Ad
Ad

আটকরা হলো, সোহেল মিয়া (৩৫), কাঞ্চন মিয়া (৩০) ও রুবেল মিয়া (২৯)। তাদের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের জেলখানা সংলগ্ন এলাকায়।

Ad

অভিযান শেষে রংপুর দুদক কার্যালয়ের সহকারী পরিচালক হোসাইন শরীফ বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে টিমের সদস্যরা ছদ্মবেশে সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে হয়রানি ও দালালদের দৌরাত্ম্যের অভিযোগের সত্যতা পান। এ ছাড়া পুলিশ ভেরিফিকেশনের নামে ভুক্তভোগীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়কালে তিন দালালকে হাতেনাতে আটক করা হয়।

পরে গাইবান্ধা জেলা প্রশাসনের কাযার্লয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিনি ৩ দালালকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us