ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে পুলিশের অভিযানে ১২শ’ পিস ইয়াবা, ৮ লাখ টাকা ও ৩টি মোটরসাইকেলসহ তিনজন মাদককারবারিকে আটক করা হয়েছে।

আজ ২০ ডিসেম্বর শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে মহেশপুর থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান-এর নেতৃত্বে উপজেলার যোগীহুদা গ্রামে এ অভিযান চালানো হয়।


আটকরা হলেন উপজেলার জলিলপুর মোল্লাপাড়া গ্রামের জাকির হোসেনের ছেলে মেহেদী হাসান জিসান, যোগীহুদা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে লিমন হাসান লিখন এবং দেলোয়ার হোসেনের স্ত্রী লাইলী বেগম।
এ বিষয়ে কোটচাঁদপুর সার্কেল-এর এএসপি সায়েম ইউসুফ জানান, গোপন তথ্যের ভিত্তিতে সকালে থানা পুলিশের একটি টহল দল অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও অর্থসহ অভিযুক্তদের আটক করে। তাদের বিরুদ্ধে মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available