মহম্মদপুরে টিসিবির ৭৮ মেট্রিক টন চাল উদ্ধার, ডিলারশিপ বাতিল
মাগুরা প্রতিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলায় টিসিবির (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) জুলাই মাসের উপকারভোগীদের জন্য বরাদ্দকৃত ৭৮ মেট্রিক টন চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।গোপন সংবাদের ভিত্তিতে ২৫ সেপ্টেম্বর বৃহ্স্পতিবার রাতে উপজেলার বিনোদপুর এলাকায় অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়।জানা যায়, জুলাই মাসের বরাদ্দকৃত চাল সুবিধাভোগীদের মাঝে বিতরণ না করে, স্থানীয় ডিলার হোসনেয়ারা কান্তা ঋতু তা গোপনে মজুদ করে রেখেছিলেন।অভিযান শেষে উপজেলা প্রশাসন তার ডিলারশিপ বাতিলের সিদ্ধান্ত নেয়। তিনি বিনোদপুর এলাকার বাসিন্দা।এ ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা প্রশাসনের এ দ্রুত ও কার্যকর পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।