• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ দুপুর ০১:২৪:২৭ (13-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

নারায়ণগঞ্জে কুমারী আসনে বসেছেন আট বছরের জয়শ্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে শঙ্খ, ঘণ্টা আর উলুধ্বনির মধ্য দিয়ে ধর্মীয়রীতি অনুসরণ করে দুর্গা দেবীকে কুমারী রূপে অর্ঘ্য প্রদান করা হয়।৩০ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় শহরের মিশনপাড়া এলাকায় রামকৃষ্ণ মিশনে উৎসাহ ও আনন্দঘন পরিবেশে কুমারী পূজা অনুষ্ঠিত হয়।এর আগে জেলার বিভিন্ন স্থান থেকে আগত নারী-পুরুষরা পূজায় অংশ নেয়।এবার কুমারীর আসনে বসেছে রাজশ্রী ভট্টাচার্য্য। সে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ আখড়া এলাকার পাপ্পু ভট্টাচার্য্য ও স্বর্না ভট্টাচার্য্যের মেয়ে ও মোদগুল্লো গোত্রের ও নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।তাকে দুর্গা প্রতিমার দেবীজ্ঞানে পূজা করা হয়। কুমারী পূজা পরিচালনা করেন মিশনের স্বামী মহারাজ একনাথনন্দ।তিনি বলেন, নারী মানে মায়ের প্রতীক। কুমারী পূজা মানে স্বয়ং মাকে পূজা করা। পৃথিবীতে দেবী দুর্গাই সর্বশক্তিমান। তাকে লক্ষ্য করেই কুমারী এ পূজা।