• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ বিকাল ০৩:৪০:১৬ (13-Oct-2025)
  • - ৩৩° সে:

এশিয়া কাপে শ্রীলঙ্কার দল ঘোষণা, নেতৃত্বে আসালাঙ্কা

২৯ আগস্ট ২০২৫ দুপুর ০২:৪৭:২৭

সংবাদ ছবি

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ-২০২৫ এর জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এবার দলকে নেতৃত্ব দেবেন চারিথ আসালাঙ্কা। তবে সবচেয়ে বড় চমক হলো, হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগলেও জায়গা পেয়েছেন তারকা স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

হাসারাঙ্গা জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে চোট পান। এখনো পুরোপুরি সেরে না ওঠায় তার মাঠে নামা নির্ভর করবে ফিটনেস পরীক্ষার ওপর। শ্রীলঙ্কা শিবিরে তাই এখনো অনিশ্চয়তা রয়েছে এই অলরাউন্ডারকে ঘিরে।

Ad
Ad

ব্যাটিংয়ে ভরসা থাকছে কুশল মেন্ডিস ও পাথুম নিসাঙ্কার ওপর। সঙ্গে আছেন অভিজ্ঞ কুশল পেরেরা। দলে আছেন প্রভাব বিস্তারকারী অলরাউন্ডাররা দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, দুনিথ ওয়েলালাগে ও অধিনায়ক আসালাঙ্কা নিজেও।

Ad

চামিকা করুণারত্নে, কামিল মিশারা ও নুয়ানিদু ফার্নান্দো এশিয়া কাপে লঙ্কানদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে। অন্যদিকে দুষ্মন্থ চামিরা, নুয়ান তুষারা ও মাথিশা পাথিরানা গতির ঝলক দেখিয়ে বোলিং আক্রমণে বৈচিত্র্য যোগ করবেন।

স্পিন আক্রমণে থাকছেন মাহিশ থিকশানা, ওয়েলালাগে ও হাসারাঙ্গা। আর বাঁহাতি পেসার বিনুরা ফার্নান্দোর ভ্যারিয়েশন হতে পারে শ্রীলঙ্কার জন্য বাড়তি অস্ত্র। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের স্পিনসহায়ক উইকেটে।

আসালঙ্কার নেতৃত্বে শ্রীলঙ্কা পড়েছে গ্রুপ ‘বি’-তে। যেখানে প্রতিপক্ষ বাংলাদেশ, আফগানিস্তান ও হংকং। আগামী ১৩ সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশর বিপক্ষে।

শ্রীলঙ্কার এশিয়া কাপ দল:
চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), কুশল মেন্ডিস (উইকেটকিপার), পাথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, কামিল মিশারা, দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, নুয়ানিদু ফার্নান্দো, দুনিথ ওয়েলালাগে, চামিকা করুণারত্নে, মাহিশ থিকশানা, মাথিশা পাথিরানা, নুয়ান তুষারা, দুষ্মন্থ চামিরা ও বিনুরা ফার্নান্দো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










সংবাদ ছবি
একটি ঘরের অভাবে কষ্টে আছেন রাহেলা বেগম
১৩ অক্টোবর ২০২৫ দুপুর ১২:৪৮:০৮


Follow Us