• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ বিকাল ০৪:০১:৪২ (13-Oct-2025)
  • - ৩৩° সে:

হঠাৎ যে কারণে স্থগিত হলো এশিয়া কাপ

২ জুন ২০২৫ সন্ধ্যা ০৭:০৭:৫৮

সংবাদ ছবি

স্পোর্টস ডেস্ক: আগামী ৬ জুন শ্রীলঙ্কায় পর্দা উঠার কথা ছিল এবারের নারী ইমার্জিং এশিয়া কাপের। তবে হঠাৎ স্থগিত করা হয়েছে এই টুর্নামেন্টটি। কারণ হিসেবে আবহাওয়া ও স্বাস্থ্যজনিত উদ্বেগের কথা জানিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

২ জুন রোববার এক বিবৃতিতে এই কথা জানিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। বিবৃতিতে বলা হয়েছে, ৬ জুন থেকে নারী ইমার্জিং এশিয়া কাপ হওয়ার কথা থাকলেও এশিয়ান ক্রিকেট কাউন্সিল টুর্নামেন্টের সূচি পুনঃনির্ধারণ করবে।

Ad
Ad

মূলত, এই সময়ে শ্রীলঙ্কায় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। শ্রীলঙ্কার আবহওয়ায় বিভাগে এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর শক্তিশালী হওয়ার দেশের বিভিন্ন প্রদেশে প্রচুর বাতাসের সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Ad

এ ছাড়া ১৪ বছর পর শ্রীলঙ্কায় দেখা দিয়েছে চিকুনগুনিয়া। ২০২৪ সালের শেষের দিকে ভাইরাসজনিত জ্বরের প্রভাব দেখা যায়। ২০২৫ সালের মে মাসের প্রতিবেদনেও পাওয়া গেছে চিকুনগুনিয়ার উপস্থিতি।

যুক্তরাষ্ট্র সরকারের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল ফর প্রিভেনশনের (সিডিসি) তালিকাভুক্ত দেশ শ্রীলঙ্কা। কোন কোন জায়গা চিকুনগুনিয়ার জন্য ঝুঁকিপূর্ণ সেই তালিকা তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় মারিশিয়াস, মায়োতে, রিইউনিয়ন ও সোমালিয়ার পাশাপাশি শ্রীলঙ্কাও আছে।

এসব কারণ উল্লেখ করে এসিসির চেয়ারম্যান মহসিন নাকভি বরাবর চিঠি লিখেছেন শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) চেয়ারম্যান শাম্মি ডি সিলভা। যেখানে পুরো বিষয়টি বিস্তারিত জানিয়েছেন তিনি। যার ফলে টুর্নামেন্ট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে এসিসি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










সংবাদ ছবি
একটি ঘরের অভাবে কষ্টে আছেন রাহেলা বেগম
১৩ অক্টোবর ২০২৫ দুপুর ১২:৪৮:০৮


Follow Us