• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ সকাল ০৮:৩৮:২৬ (13-Oct-2025)
  • - ৩৩° সে:

যাদের জনসমর্থন নেই তারাই পিআর পদ্ধতির নির্বাচন চায়: আমান উল্লাহ আমান

২৬ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:৪১:০০

সংবাদ ছবি

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক ডাকসু ভিপি আল হাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন কোনো পিআর পদ্ধতিতে হবে না। বরং ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। যারা বলেন নির্বাচন হবে না, তাদের উদ্দেশে তিনি বলেন, এসব বলে কোনো লাভ নাই, নির্বাচন হবেই।

২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে কেরাণীগঞ্জ মডেল থানাধীন আটি পাঁচদোনা উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণী ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Ad
Ad

অমান উল্লাহ আমান আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে দেশের পাশাপাশি কেরাণীগঞ্জেরও আমূল পরিবর্তন ঘটবে। তিনি ঘোষণা দেন, কেরাণীগঞ্জকে একটি মডেল সিটিতে রূপান্তর করা হবে এবং কামরাঙ্গীচর ও খোলামোড়া এলাকায় সেতু নির্মাণ করা হবে। নেতাকর্মীদের উদ্দেশে তিনি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

Ad

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। তিনি বলেন, গত ১৬ বছর জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। এখন সময় এসেছে জনগণের ক্ষমতা ফেরানোর। তিনি প্রতিশ্রুতি দেন, বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এবং ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর মধ্যে থাকবে শিক্ষিত বেকারদের জন্য সহায়তা ভাতা, নারীদের জন্য ফ্যামিলি কার্ড, বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং পাঠ্যপুস্তকে বিদেশি ভাষা অন্তর্ভুক্তকরণ।

আটি পাঁচদোনা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খাইরুল কবিরের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামীম হাজী, সহ-সভাপতি মো. সাজিম, সহ-সাধারণ সম্পাদক মনিরুল হক মনির, বিএনপি নেতা তারেক ইমাম বাবুল, সেলিম রেজা, সাবেক চেয়ারম্যান মিজান, সুলতান খান, যুবদল নেতা মাসুদ রানা, স্বেচ্ছাসেবক দলের নেতা ওয়ালি উল্লাহ সেলিম প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








সংবাদ ছবি
সত্যিই কি ভেঙে ফেলা হচ্ছে আইফেল টাওয়ার
১২ অক্টোবর ২০২৫ রাত ০৮:১৮:৪৮




Follow Us