• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ সকাল ১১:১০:৪০ (13-Oct-2025)
  • - ৩৩° সে:

মির্জা ফখরুলের ভুয়া সাক্ষাৎকার ছাপিয়েছে কলকাতার পত্রিকা: বিএনপি

২৪ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৩:১১

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: ভারতের কলকাতার বাংলা দৈনিক ‘এই সময়’-এ প্রকাশিত একটি প্রতিবেদনকে ‘ভিত্তিহীন’ বলে তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি।

সাক্ষাৎকারটি নিয়ে মির্জা ফখরুলের প্রতিক্রিয়ার পর বুধবার দলের সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত দলের এক বিবৃতিতে একথা জানানো হয়।

Ad
Ad

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ‘আওয়ামী লীগ ও তাদের শরিকেরা সবাই, এমনকি জাতীয় পার্টিও নির্বাচনে অংশ নিক’ বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে ভাষ্য প্রচার করেছে কলকাতার সংবাদমাধ্যম ‘এই সময়’, সেই প্রতিবেদনকে বিএনপি বিবৃতিতে ‘ডাহা মিথ্যা ও মনগড়া’ বলেছে।

Ad

বিবৃতিতে আরও বলা হয়, সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা ‘এই সময়’কে সাক্ষাৎকার দিয়েছেন বলে একটি ভিত্তিহীন সংবাদ প্রকাশিত হয়েছে। ‘নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে চান ফখরুল’ এই শিরোনামে গতকাল ওই পত্রিকায় তার একটি সাক্ষাৎকার প্রকাশ করা হয় যা ডাহা মিথ্যা মনগড়া।

সাম্প্রতিক সময়ে বিএনপি মহাসচিব কোনো ‘বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দেননি’ বলেও জানিয়েছে বিএনপি।

উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপি এবং দলের মহাসচিবের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য ‘কল্পনাপ্রসূত’ সাক্ষাৎকারটি প্রচার করা হয়েছে বলে বিএনপি অভিযোগ করেছে।

বিবৃতিতে বলা হয়, বানোয়াট এই বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে, বাংলাদেশের জনগণের মনে সন্দেহ ও সংশয় তৈরি করা। এই পত্রিকার (এই সময়) প্রকাশিত অসত্য বক্তব্য সম্পর্কে দেশের জনগণ ও দলের নেতা কর্মীদের বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে নিউইয়র্কে আছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
নবীনগরে ছয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধার
১৩ অক্টোবর ২০২৫ সকাল ০৯:৩৭:০২





Follow Us