• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৯শে আশ্বিন ১৪৩২ দুপুর ০২:১০:২৩ (14-Oct-2025)
  • - ৩৩° সে:

জুলাই সনদের অনুলিপি রাজনৈতিক দলগুলোর কাছে যাচ্ছে আজ

১৪ অক্টোবর ২০২৫ সকাল ১০:১৮:৩৯

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: জুলাই জাতীয় সনদের চূড়ান্ত অনুলিপি আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজনৈতিক দলগুলোর কাছে পাঠাবে জাতীয় ঐকমত্য কমিশন।

এর আগে গত ১১ সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের যে খসড়া পাঠানো হয়েছিল, মূলত সেটি চূড়ান্ত আকারে মঙ্গলবার আবার পাঠানো হচ্ছে।

Ad
Ad

চূড়ান্ত এ অনুলিপিতে মূল বিষয়বস্তুর কোনো পরিবর্তন করা হয়নি, শুধু কিছু ভাষাগত সংশোধন করা হয়েছে।

Ad

আগামী শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান হবে। অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। সনদ স্বাক্ষর অনুষ্ঠানে নেতৃত্বে দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ গণমাধ্যমকে জানান, মঙ্গলবার জুলাই সনদের অনুলিপি রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য গঠন করে ছয়টি সংস্কার কমিশন (সংবিধান, নির্বাচনব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও বিচার বিভাগ সংস্কার কমিশন)। পরে এসব সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য তৈরি করা হয় জাতীয় ঐকমত্য কমিশন। এ কমিশন সংস্কার নিয়ে দফায় দফায় ৩০টি দলের সঙ্গে আলোচনা করে।

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে ৩০টি রাজনৈতিক দল। প্রতিটি দল থেকে জুলাই সনদে সই করবেন দুজন করে প্রতিনিধি। এরই মধ্যে জুলাই সনদে সই করতে বিএনপি, জামায়াত, এনসিপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের দুজন করে প্রতিনিধির নাম ঐকমত্য কমিশনে পাঠিয়েছে।  

জুলাই জাতীয় সনদের তিনটি ভাগের প্রথমটিতে আছে সনদের পটভূমি, দ্বিতীয় ভাগে ৮৪টি সংস্কার প্রস্তাব এবং তৃতীয় ভাগে আছে সনদ বাস্তবায়নের ৭ দফা অঙ্গীকারনামা।

গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। তবে গণভোটের সময়, পদ্ধতি নিয়ে একমত হতে পারেনি সব দল; বিশেষ করে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এসসিপি)। রাজনৈতিক দলগুলোর মতামত এবং বিশেষজ্ঞদের মতামত সমন্বয় করে ঐকমত্য কমিশন গণভোটের সময়, প্রক্রিয়া নিয়ে অন্তর্বর্তী সরকারকে সুপারিশ করবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
হার্টে ছিদ্র থাকা আব্দুল্লাহ বাঁচতে চায়
১৪ অক্টোবর ২০২৫ সকাল ১১:৫৩:৪৮


সংবাদ ছবি
বাগেরহাটে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার
১৪ অক্টোবর ২০২৫ সকাল ১১:৪২:৩৭

সংবাদ ছবি
নোয়াখালীতে সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪
১৪ অক্টোবর ২০২৫ সকাল ১১:০৫:১৩


Follow Us