নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহে বাস মালিক ও শ্রমিকরা ১৩ অক্টোবর সোমবার থেকে আবার সব রুটে বাস চলাচল শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন। জেলা প্রশাসনের সঙ্গে এনসিপি নেতা ও পরিবহন শ্রমিকদের আলোচনার পর ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
এর আগে, এনসিপি নেতা-কর্মীরা দাবি করেন যে ইউনাইটেড পরিবহনের ১৬টি বাস বন্ধ করা উচিত। গত শুক্রবার থেকে মসকান্দা বাস টার্মিনালে অবস্থান শুরু করে তারা, এরপর পরিবহন শ্রমিকেরা দীঘারকান্দা বাইপাসে বিক্ষোভ চালান। এতে সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে সাধারণ যাত্রীদের দুর্ভোগ সৃষ্টি হয়।
জেলা প্রশাসনের মধ্যস্থতায় শনিবার বিকেলে দুইপক্ষ আলোচনায় বসে। এনসিপির নেতাদের দাবি মানার আশ্বাসে তারা অবস্থান প্রত্যাহার করেন, শ্রমিকরাও সড়ক থেকে সরে যান। এরপরও কিছু বাস বন্ধ থাকায় রোববার সকাল থেকে ঢাকাগামী এবং আন্তজেলার সব বাস বন্ধ থাকে।
রোববার সন্ধ্যায় জেলা প্রশাসক ও পুলিশের উপস্থিতিতে মালিক, শ্রমিক ও এনসিপির নেতাদের বৈঠক শেষে শর্তহীনভাবে সোমবার থেকে বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা মোটর মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলম জানান, জনভোগান্তি এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে এনসিপির জেলা কমিটির সদস্য মোজাম্মেল হক বলেন, তারা ১৬টি বাস বন্ধের দাবিতে অনড় আছেন এবং প্রয়োজনে আমরণ অনশনে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available