• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ বিকাল ০৩:৩৩:৫৪ (13-Oct-2025)
  • - ৩৩° সে:

ডিজিটাল সাংবাদিকতার দিনব্যাপী প্রশিক্ষণ দিল মিডিয়া ট্রেনিং ইনস্টিটিউট

২০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৪:৫৫

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় বসবাসরত ও কর্তব্যরত গণমাধ্যম কর্মীদেরকে ডিজিটাল সাংবাদিকতার প্রশিক্ষণ দিয়েছে মিডিয়া ট্রেনিং ইনস্টিটিউট (এমটিআই)।

উত্তরার হাউজ বিল্ডিংয়ের একটি রেস্টুরেন্টে ২০ সেপ্টেম্বর শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ প্রশিক্ষণের ব্যবস্থা করানো হয়।

Ad
Ad

এতে প্রশিক্ষক হিসাবে ছিলেন ভয়েস অফ আমেরিকার ফ্রিল্যান্স জার্নালিস্ট এবং ডিজিটাল মিডিয়া ট্রেইনার অমৃত মলঙ্গী। প্রশিক্ষণটির আয়োজন করেন এমটিআই এর চেয়ারম্যান এবং এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফরিদ আহমেদ নয়ন।

Ad

এই প্রশিক্ষণে অর্ধশতাধিক সংবাদকর্মী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে সবার সাথে সনদ তুলে দেয়া হয়।

এসময় প্রশিক্ষক ও সিনিয়র সংবাদকর্মী অমৃত মলঙ্গী বলেন, ‘বর্তমান ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে সংবাদকর্মীদেরকে ডিজিটাল হতে হবে। তার জন্য শিক্ষা ও প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। কারণ মাল্টিমিডিয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তার নির্ভর সাংবাদিকতা সময়ের প্রয়োজনে এখন সকলেরই দরকার।’

অপরদিকে কর্মশালার আয়োজক ও এমটিআই এর চেয়ারম্যান ফরিদ আহমেদ নয়ন বলেন, ‘আমাদের লক্ষ্য দেশের সাংবাদিকদের আধুনিক ও ডিজিটাল সাংবাদিকতায় দক্ষ করে গড়ে তোলা। মাঠ পর্যায়ের সাংবাদিকদের দক্ষ করে তুলতে আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে।’

প্রশিক্ষণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী এর ঢাকা-১৮ আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক আশরাফুল হক, উত্তরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও নিউজ টুয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার আরিফুল ইসলাম প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










সংবাদ ছবি
একটি ঘরের অভাবে কষ্টে আছেন রাহেলা বেগম
১৩ অক্টোবর ২০২৫ দুপুর ১২:৪৮:০৮


Follow Us