• ঢাকা
  • |
  • শনিবার ৬ই পৌষ ১৪৩২ বিকাল ০৫:৫৭:২৪ (20-Dec-2025)
  • - ৩৩° সে:

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে আবারও সংঘাত, দুজন থাই সেনা আহত

৮ ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:০৯:২৫

সংবাদ ছবি

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ৭ ডিসেম্বর রোববার কম্বোডিয়ার সীমান্তসংলগ্ন থাই প্রদেশ সি সা কেতে দুই দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে, এতে দুইজন থাই সেনা আহত হন।

Ad

থাই সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে কম্বোডীয় সেনারা সি সা কেত প্রদেশের সীমান্ত লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে এক সেনার পায়ে গুলি লাগে এবং আরেকজন বুকে আঘাত পান। পরে থাই সেনাবাহিনী পাল্টা জবাব দেয় এবং দুই পক্ষের সংঘাত চলে প্রায় ৩৫ মিনিট, স্থানীয় সময় ২টা ৫০ মিনিট পর্যন্ত।

Ad
Ad

সংঘাত থামার পর থাইল্যান্ড সীমান্তবর্তী চার প্রদেশ— বুরি রাম, সুরিন, সি সা কেত এবং উবন রাতচাথানি— থেকে কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয় সেনা ও সীমান্তরক্ষী বাহিনী।

এর মাত্র কয়েক ঘণ্টা আগে থাইল্যান্ড জাতিসংঘে অভিযোগ তোলে যে, কম্বোডিয়া গোপনে থাই ভূখণ্ডের বড় অংশে ল্যান্ডমাইন পেতে রেখেছে। এসব বিস্ফোরণে থাই ও চীনা নাগরিক আহত হয়েছেন বলেও দাবি করে ব্যাংকক। তদন্তের জন্য জাতিসংঘের হস্তক্ষেপ চেয়েছিল থাই সরকার।

থাইল্যান্ডের অভিযোগ জানানোর পরপরই সি সা কেতে শুরু হয় দু’দেশের মধ্যে নতুন সংঘাত।

এর আগে গত জুলাই মাসে সীমান্ত বিবাদের জেরে ১৫ বছরের যুদ্ধবিরতি ভেঙে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই দেশ। টানা পাঁচ দিনের সেই লড়াইয়ে দুই দেশের ৩২ জন নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছিলেন। পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় যুদ্ধবিরতি পুনরায় কার্যকর হয়। সূত্র: ব্যাংকক পোস্ট, রয়টার্স।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
মণিরামপুরে কৃষক পরিবারকে জিম্মি করে ডাকাতি
২০ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:৫২:১২





সংবাদ ছবি
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে শীত বাড়ার আভাস
২০ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:৫২:৫৪



সংবাদ ছবি
কুষ্টিয়ায় নির্বাচন অফিসে দুর্বৃত্তদের আগুন
২০ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:০৩:৪৭


Follow Us